পদের সংখ্যা: ২৮ জন
বয়সসীমা:
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে/ডাকযোগে
টিএমএসএস হার্ট সেন্টারে জনবল নিয়োগের উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদসমূহের জন্য পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণের নিকট
হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ক্রঃনং
পদের নাম ও পদ সংখ্যা
শিক্ষাগতযোগ্যতা, অভিজ্ঞতা, বেতন-ভাতা ও বয়স
০১
সহকারী অধ্যাপক
পদ সংখ্যা-০১ জন
শিক্ষাগতযোগ্যতা: MBBS, D-Card/MD(Cardiology)/FCPS(Cardiology)
অভিজ্ঞতা: MD/FCPS ডিগ্রীধারীদের ০১ বছরের অভিজ্ঞতা এবং D-Card ডিগ্রীধারীদের ০২ বছরের
কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
০২
সহকারী রেজিস্ট্রার
পদ সংখ্যা-০১ জন
শিক্ষাগতযোগ্যতা: MBBS। অভিজ্ঞতা: CCU তে কমপক্ষে ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে
হবে। বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
০৩
মেডিকেল অফিসার
পদ সংখ্যা-০৬ জন
শিক্ষাগতযোগ্যতা: MBBS। বেতন-ভাতা: SR-THS এর ০৮ নং গ্রেড অনুযায়ী।
08
স্টাফ নার্স
পদ সংখ্যা-২০ জন
শিক্ষাগতযোগ্যতা: বিএসসি/ডিপ্লোমা ইন নার্সিং পাশ।
বেতন-ভাতা: বিএসসি ইন নার্সিং এর ক্ষেত্রে SR-THS এর ০৯ নং গ্রেড ও ডিপ্লোমা ইন নার্সিং এর
ক্ষেত্রে SR-THS এর ১১ নং গ্রেড অনুযায়ী।
টিএমএসএস মেডিকেল কলেজ এর ট্রান্সফিউশন মেডিসিন, পেডিয়েট্রিকস, অপথালমোলজী, অটোল্যারিংগোলজি, ল্যাবরেটরী মেডিসিন বিভাগে
ডিপ্লোমা ও এনাটমী বিভাগে M.Phil কোর্স BSMMU কর্তৃক এবং মেডিসিন, সার্জারী, অবস্ এ্যান্ড গাইনী, পেডিয়েট্রিকস, এ্যানেসথেসিওলজী,
রেডিওলজী এ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা, ট্রান্সফিউশন মেডিসিন এবং ওএমএস বিভাগের প্রশিক্ষণ কোর্স BCPS কর্তৃক
অনুমোদিত আছে।
১। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ই-মেইল এ্যাড্রেস, মোবাইল
নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত
আবেদনের নিয়ম ও শর্তাবলী:
অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে। সকল পদের আবেদন জমাদানের
শেষ তারিখ ১০/১০/২০২৪ইং।
২। আবেদনকারীগণকে আবেদনপত্র টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ ঠিকানায় পৌছাতে
হবে অথবা আবেদন পত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্রাদির স্ক্যান কপি প্রদত্ত ই-মেইল
jobstmss@gmail.com/tmsshealth@gmail.com-এ প্রেরণ করতে হবে। ০১-০৩নং পদের ক্ষেত্রে বাংলাদেশ
মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএম এ্যান্ড ডিসি) এবং ০৪ নং পদের ক্ষেত্রে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী
কাউন্সিল-এর হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপর/ ই-মেইলের মাধ্যমে
প্রেরিত আবেদনে Subject-এ আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
৩। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/ই-মেইল/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
৪। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা-এর মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৫। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
ফোন: ০২৫৮৮৮৭৭৩০৫, ০২৫৮৮৮৭৭৩০৯ web: www.tmss-bd.org
পরিচালক
(এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন)