জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ শাখা এর স্মারক নং- ৪৫.০০.০০০০.১৪০.১১.০২১.২৩.২০৮ তারিখঃ ২৪ জানুয়ারী ২০২৪ খ্রিঃ
১০ মাঘ- ১৪৩০ বঙ্গাব্দ মোতাবেক (ক-অংশ) সিভিল সার্জনের কার্যালয়, জয়পুরহাট ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে পূর্বতন ৩য়/৪র্থ শ্রেণি (১১-২০ গ্রেড) নিম্নবর্ণিত
শূন্য পদসমুহে জনবল নিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণের (বাংলাদেশের প্রকৃত নাগরিক) নিকট হতে শর্তসাপেক্ষে অনলাইনে ওয়েব সাইটের
মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে (http://csjoypurhat.teletalk.com.bd)। অনলাইন (Online) ব্যতীত কোন প্রকার আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শর্ত ও নির্দেশনাবলীঃ
১। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। বীর মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স ০৪/০৯/২০২৪ ইং তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ
৩০ (ত্রিশ) বৎসর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে
এফিডেফিট গ্রহণযোগ্য নয়।
৩। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্র, লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।
৪। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।
৫। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায়
অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন।

৬। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
৭।
সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধিবিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের
অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় তাহার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক
প্রদত্ত অনাপত্তি সনদ (NOC)- এর মূল কপি জমা দিতে হবে।
৮। নিয়োগ ও কোটা নির্ধারনের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে।
৯। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের (সাবেক) পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (সাবেক) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের
অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন (এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে)। তবে সংশ্লিষ্ট
শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে
অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
১০। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর
হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র
(NID) ও সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
১১। স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক) সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার
কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
১২। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন
প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভুল/ভিন্ন তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায়
অসদুপায় গ্রহণ করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে ও পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগ বাতিল
করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩। কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
১৪। MCQ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হইবে।

১৫। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরুপঃ
ক। আগ্রহী পদ প্রার্থীগণ http://csjoypurhat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা
মোতাবেক ফরম পূরণ করতে হবে।
খ। Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৪/০৯/২০২৪ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা।
গ। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৪/০৯/২০২৪ খ্রিঃ সময় বিকাল ৫.০০ ঘটিকা।
ঘ। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যে কোন teletalk
Pre-paid মোবাইল নাম্বার হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে।
১৬। Online- আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রন্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে
Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 kb ও স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ 60 kb হতে হবে।
১৭। Online- আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। কাজেই Online- এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত
সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
১৮। প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক
পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
১৯। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online – এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন
হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন পত্র Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত
Applicant’s Copy Download করে রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং
User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মেবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ
গ্রেড-১৪ হতে ১৬ পর্যন্ত পদের জন্য ২০০/- টাকা টেলিটক এর সার্ভিস চার্জবাবদ ২৩/- টাকা সহ মোট (অফেরৎযোগ্য) ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং
গ্রেড-১৭ হতে ২০ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা টেলিটক এর সার্ভিস চার্জবাবদ ১২/- টাকা সহ মোট (অফেরৎযোগ্য) ১১২/- (একশত বার) টাকা অনধিক
৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য Online আবেদনপত্রে সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া
পর্যন্ত Online এর আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: CSJOYPURHAT User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: CSJOYPURHAT ABCDEF send to 16222
উত্তর: আবেদনকারীর নাম, টাকা। 223/- আবেদন ফি হিসাবে চার্জ করা হবে, আপনার পিন হল xxxxxxxx।
ফি দিতে CSJOYPURHAT YESPIN লিখুন এবং 16222 নম্বরে পাঠান।
দ্বিতীয়
SMS:CSJOYPURHATYESPIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: সিএসজয়পুরহাট হ্যাঁ 12345678।
Reply SMS: Congratulations Applicant’s Name, Payment completed successfully for CSJOYPURHAT for CSJOY
Application for (post name) user ID is (ABCDEF) and Password (xXXXXXXX).
২০। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csjoypurhat.teletalk.com.bd অথবা www.cs.joypurhat.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল
ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানো হবে। Online এ আবেদন পত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত
যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিক অনুসরণ করা বাঞ্চনীয়।
২১। SMS-এ প্রেরীত User Id এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/ কেন্দ্রের নাম
ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশ পত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহনের সময় এবং উত্তীর্ণ
হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

Leave a Comment